একটা গোলাপ পাঠানোর কথা ছিল,পাঠাইনি।
ডাস্টবিনে ফেলে দিয়েছি।
আমার আবেগ তোমার তরে পাঠিয়েছি।
মানবজাতি তৈরি করে নিয়ো-
যারা যুদ্ধখোর, ধর্মখোর,পাপিষ্ঠের স্পর্শ মুক্ত।
আমার চারপাশে শুধু মৃত্যু দেখেছি।
মৃত্যুতে উলঙ্গ হয়ে আত্মতৃপ্তি পাওয়া-
জানোয়ার স্বচক্ষে দেখেছি।
নিজের অর্থে আত্মবলির মহোৎসব,
আমি নিজে দাঁড়িয়ে পালন করছি।
এর পরও বলবে যে, আমায় আরও কিছু
দেখার বাকি আছে?
যদি তোমার তাই মনে হয় তবে-
হে মূর্খ প্রদীপ জ্বেলে খোঁজে নিও
তোমার মুক্তির কবিতা.....