প্রিয়া,
অন্য সবার মতো তুমিও
কোন অপরাধ বিনা-
আমায় অস্বীকার করলে?
তুমি বিহনে-
আমার কবিতারা ছন্দহীন হয়ে পড়ে।
দুর্বোধ্য হয়ে পড়ে কোমল শব্দরা,
মাত্রাহীন দুর্বোধ্য কবিতা,
কেউ পড়তে চায় না।

তোমার চোখেই তো কবির লাস্যময়ী-
কবিতারা ভেসে বেড়ায়।
তোমাকে ভালোবেসে কবিতা,
তোমাতে বিলীন হতে চেয়েছিলো।
অথচ, তুমি বললে-
কবিতায় কি আর সংসার চলে?
তোমার মতো নিষ্কর্মন্য কবির দ্বারা,
সংসার ধর্ম পালন করা সম্ভব নয়।

হ্যাঁ ঠিকই বলেছো তুমি-
তবে জেনে যাও কবিতায়
আমার প্রথম প্রেম,আমার উপাসনা,
আমার সংসার।