কবিকে শূলে চড়াও।
ওর কবিতা বড্ড বেশি কথা বলে,
তার কণ্ঠ করতে হবে এবার রুদ্ধ।
নাহলে কবিতার আগুনে পুড়ে-
এই বোকা জাতি অতিসত্বর হবে শুদ্ধ।
ওই কবিকে দঁড়িতে ঝুলাও,
যে বলে,কলম দিয়ে লিখতে পারি-
দিব্য কথার কাব্য,
কি লাভ বল তাতে কি-
আর হবো মোরা সভ্য ?
ওর বিধ্বংসী কবিতাকে গলা টিপে
মেরে ফেলতে হবে,
ক্ষমতার মসনদ টিকাতে হবে।
ভেঙে দাও ওর সেই হাত,
যে হাত নিষ্ঠুরের মতো কলম চালায়-
পাপিষ্ঠের আত্মায়।
তবে হাজারো হুমকির রাজ্যে কবি-
তবুও গাইবে জীবনের জয়গান।
মৃত্যু মুখে দাঁড়িয়ে বলবে আবার,
গ্রেনেড-বোমায় মরবো না-
চাই না বুলেটে কিংবা গুমে,
স্বাভাবিকতায় মানবীর হৃদয়ের-
আলিঙ্গন চাই,
শীতল শান্তির ঘুমে ।