তোমার অনুপস্থিতিতে আজ
সীমানার ওপারে যে আকাশ থাকে
তাও এখন মেঘ-অন্তরালে।
গাছের পাতায়, পাখির ডানায়,
সন্ধ্যা নামে মুক্ত ছায়া ফেলে,
তবু কি মিলেছে দেখা তার-
যে আছে আড়ালে?
অনেক ক্লান্তির পর স্মৃতির-
আবেশে ঘুম নেমে আসে,
বাতাসের হাহাকার নিঃশব্দে-
ঘুরে বেড়ায় চারপাশে।
সে আছে কোথায় বলো-
এমন সময় যার কথার সুরে,
ঠোঁটের কোণের হাসিতে-
মধু ঝরনা বয়ে চলবে?