প্রিয় ❞মার্গারেট, শুধু তোমার জন্য,
কবির স্তব্ধ বুকের বাঁ দিক যেন-
সহস্র প্রহর ব্যাপী কম্পিত!
অপেক্ষার প্রহর কেবলই উন্মাদ কাব্যের-
যাতনাময় ক্রন্দনে নিমজ্জিত।
যেন মৃত পথের সমতুল্য যাত্রী!

তবুও ❞মার্গারেট, তোমারই অপেক্ষায়,
কবির কাব্য যেন ডানামেলা শঙ্খচিল!
গোধূলির  অপেক্ষা পেরিয়ে,
তোমার মায়াবী চোখের আভায়,
সে কেবলই পিছন ফিরে তাকায়।

হে ❞মার্গারেট,তোমার জন্য-
নিস্তব্ধতায় কতশত রজনীর রদবদলে,
একাকিত্বে যাচ্ছে হারিয়ে।

তবুও ❞মার্গারেট,
কবি শুধু তোমার অপেক্ষায়,
যেন এক বেদনাসিক্ত-
খরস্রোতা নদের ন্যায়!!!