আহা,তোমার নয়নের আগুনে ভস্ম হতে
কবি বরাবরই রাজি।
তোমার চোখ-সীমান্তে খানিক ঠাঁই পেলে,
আসবে নীলখাম আসবে স্বপ্নফানুস-
এই কাঙালের নামে ডানা মেলে।
জলজ চিঠির বুক জুড়ে চিত্রিত জল জোছনা,
তোমার চপল চোখের গভীর মোহনা।
তোমার চোখের ধারালো ছুরিতে-
ব্যবচ্ছেদ হবার সুযোগ পেলে,
আমি বরাবর মুণ্ডপাত হতে দিতাম।
তোমার ঐ মায়াবী হরিণী কালো-
দুচোখের মায়ায় আমি হারিয়েছি।
আমি যেন শুধু তাকেই চেয়েছি,
একান্ত আমার করে।
জীবনে বহু চোখের আবেশে-
হয়তো জড়াবে কবির বেখেয়ালি কবিতা।
কিন্তু কবি জানে,
বিষাদের জল হয়তোবা একলা দিনে বৃষ্টি নামায়,
সেই এক প্রেয়সীর চোখই রাতের শেষ প্রহরে-
স্বপ্নে ভাসে ভালবাসায়।
হাজার চোখের ভিড়েও সে ঠিকই
খুঁজে নিতে পারে এই একটি মানবীর চোখ।