হঠাৎ কিছু প্রহর আগে,
দেখা পেলাম অশ্রুলীনার।
থমকে দাঁড়িয়ে প্রেম প্রণয়ের ধ্রুবতারা-
তার পানে সেই বেদনাকুটিরে।
অশ্রুলীনা গিয়েছিলো,
কি যেনো এক আলোর খোঁজে।
রঙ আর রেখার বাঁকে বাঁকে
সকাতর প্রার্থনায় নক্ষত্রে রঞ্জিত হতে।
আবেগ ছুঁয়ে দিয়েছিলো বেদনাজলে-
মাখা শপ্ত -নগ্ন সুরে।
প্রজাপতির পাখায় চড়ে সে পৌঁছে গেল
অসীম নক্ষত্র পানে।
যেথায় সূর্যও কথা বলে,
নীলিমার অন্তরালে।
অশ্রুলীনা তবে মূক নয়-
তারও আছে ভাষা,
কবির কবিতাতে সে-
খোঁজে নেয় বেঁচে থাকার আশা।