ওহে অরুন্ধতী,
আজ তুমি নেই,হারিয়ে গেছ গহীনে,
চির গহীনে।
যেথায় আমার প্রবেশাধিকার নিষিদ্ধ।
আমি তো এক লম্পট পাপিষ্ঠ আত্মা,
তোমার কাছে যাবোই বা কিভাবে?

তবে বিশ্বাস করো অরুন্ধতী,
আমি তোমাকে সত্যিই চেয়েছিলাম,
শুধুই নিজের করে পেতে চেয়েছিলাম
আমার বাহুডোরের আলিঙ্গন মিথ্যে ছিলো না।
মিথ্যে ছিলো না, তোমার রক্তাভ ঠোঁটে
আমার ঠোঁটের কম্পন।

আমার অরুন্ধতী,
শিগগিরই তুমি অষ্টাদশী হবে।
কিন্তু আজ তুমি আর আমার মতো-
লম্পট আত্মার নেই।
তুমি অন্য কারো, যে অতি পবিত্র।

ওহে ছলনাময়ী অরুন্ধতী,
তুমি যে ছলাকলাটাও আয়ত্তে নিয়েছো,
তা আমি জানতাম না।
বিশ্বাস করো আমি জানলে কখনো তোমার-
মতো এক ছলনাময়ীকে ছুঁতাম না।

ওহে অরুন্ধতী, আমি জানি-
তুমি আমার হবে না কক্ষনো,
তবুও আমি তোমাকে চাই।
তোমাকে পাওয়ার আশায়-
আমি সেই আগের মতোই উন্মাদ,লম্পট।

আচ্ছা অরুন্ধতী,
তুমি কি সত্যিই আর আমার হবে না???
বলোনা অরুন্ধতী, বলো।
আর কি তোমাকে ছোঁয়া হবে না?
আমার লম্পট শরীরটা কি তোমার ছোঁয়ায়
শুদ্ধতা পাওয়ায় অধিকার রাখে না,
                  অরুন্ধতী?