একজনকে খুঁজে চলেছি এক বর্ণালী সন্ধ্যায়।
কখনো ঘুমের ঘোরে,
কখনো বা স্বপ্নের তোরে।
ছুটে আসে সে আমার অলীক কল্পনায়।
তবুও খুঁজেছি হন্যে হয়ে,
যদি বা ফিরে পাই তাকে লক্ষ লোকের ভিড়ে।
আমার কবিতা তাকে বলবে অভিমানী কথা,
যেথায় রচিত হবে এক অমর প্রেম গাঁথা।
তোমার বাহুডোরে,
আমার চঞ্চল মন সর্বদা ক্রন্দন করে,
তুমি অলীক, তুমি অন্ত।
লিখবো না আর তোমায় ঘিরে,
জীবনের সূর্য যেদিন হবে অস্ত।
আমি জানি তোমাকে খুঁজে পাব,
কোন এক লেলিহান অন্তিম সাঁঝে।
যেখানে পাখিরা ফিরে নীড়ে,
পুষ্পরা পাপড়ির শাখার তীরে,
কিচিরমিচির শব্দের নীরব ব্যথায় অন্ত নীল।
কয়েকটি শুকতারা জ্বল জ্বল করে,
মিটিমিটি চেয়ে হাসবে তোমার পানে।
সেদিন আসবে এ বিশ্বাসে আমি,
তোমার পথের পানে আমার দৃষ্টি-
বর্ষিত হোক অন্তহীন-অমৃতকালে।