দাউদাউ আগুন জ্বলে উঠে
শহরের অলিন্দে,
মন্থর মেঘের প্রার্থনা চতুর্দিকে।
অতি আপনজনের চিরচেনা-
মুখ থমকে থাকে বিলাপে।
চেনা যায় না তাকেও-
আপনারে বলে যে মৃত্যু অনিবার্য।
জেনে শিরায় কালো রক্ত।
নীল রক্তের দোর্দণ্ড প্রতাপে,
ভালোবাসার অন্তেষ্টিক্রিয়া হয়ে যায়।
পুতুলের মতো চেতনাহীন শরীর নিয়ে-
এবার যে যাওয়ার সময় হয়েছে।
যাবে? তবে তুমি যাও।
শ্রান্ত নিঃসঙ্গ নায়কের বিষণ্নতায়,
বিমর্ষ স্মৃতি ঠিকই খুঁজে নেবে তোমায়।
নীলরঙা আকাশ আমার রক্তে-
এবার ঠিকই হবে লাল।