সময়ের ব্যবধান মনের ব্যবধানকে
কমায় আবার বাড়ায়
প্রয়োজন অনুযায়ী কাছের মানুষ
বাড়ে কমে
অথচ সময় বা প্রয়োজন কোনটাই
ভরসার পাত্র বদলাতে পারে না
নির্ভরশীলতা কঠিন বাস্তব
এটি বদলায় কম, ভোগায় বেশি
একে খুজতে হয়না
বাছতে হয়না
আপনা থেকে আসে
আমি বোকা মানুষ
হিসাব মিলাতে পারিনা
তাই নির্ভরশীল হতে হয়
সফল তারাই যারা নির্ভরশীল নয়
সময়,আবেগ, স্বপ্ন কোনকিছুর কাছে
আমি সফল হতে চাই না
পাছে স্বপ্ন গুলো মলিন হয় !
আবেগগুলো ধূসর হয় !
আর সময়গুলো হারিয়ে যায় !
ভাবছেন বেশ ভালো আছি ?
কই না তো !
ভাবছেন খুব খারাপ আছি ?
তাও না ..............
সফল, অসফল, মেধাবী, গাধাবী
সবাই ভালো মন্দ মিলিয়ে থাকে
কারণ জীবন টা আপেক্ষিক......