অন্ধকার রাতে,বিস্তীর্ণ পথে,রূপালি চাঁদ যখন বাতি হয়।
গন্তব্য হীন পথ,খুঁজে পায় রথ, বেহিসাবী বাতাস তখন সাথী হয়।
নিঝুম রাতে,জোনাকির ভিড়ে, উঁচু নিচু পথ যখন সরু হয়।
গহিন বনে,ভয়ার্ত মনে,বেসুরে সুর আর ছায়াই তখন সাথী হয়।
একাকী রাতে,কিংবা মিষ্টি প্রাতে, বেসুরে সুর যখন সুরেলা হয়।
একাকিত্ব হেরে,একলা আমায় নিয়ে,একলা এই আমিই আমার সাথী হই।