আমার একটা 'আমি' ছিল,
সেই আমিটা উড়ত ভীষণ,
হাসত ভীষণ,
লড়ত ভীষণ,
জিততে হবে এই ছিল পণ।
আমার আমিটা ছিল বোকা,
ছিল এক মস্ত গাধা।
কথার আড়ালে কথা থাকে,
হাসির আড়ালে দুঃখ
থাকে,
ভালোবাসার আড়ালে ঘৃণাও থাকে।
এসকল বোঝা কি তার সাজে?
সে ছিল এক মস্ত বোকা,
অবাধ্যটা সত্যি গাধা!!
আমার আমিটা স্বার্থপর ও,
বুঝত কেবল নিজের ভালো।
উফফ!
আমার আমিটা খারাপ ও বটে!!!
তাই,লোকে বলল-তোমার তুমিকে মেরে ফেলো।
আমিও ভাই দিলাম ছেড়ে,
দিলাম ফেলে।
উড়িয়ে দিলাম,
খারাপটাকে মেরে ফেললাম।
একটা "আমি" ছিল,সে এখন কেবলই "ছিল"।