মোনাজাতের সবটা সময় নিজের জন্য রাখি,
খুব করে চাই আমি যেন ভাল থাকি।
সারা বেলা ক্ষুধার্ত থেকে ভাবি,কি খাব-কি রাঁধবো ইফতারে!
অবহেলাভরে দূর-ছাই করি যে ক্ষুধার্ত দাঁড়িয়েছে দুয়ারে।
মোনাজাতের সবটা সময় নিজের জন্য রাখি,
খুব করে চাই আমি যেন ভাল থাকি।
সংযমের এই পবিত্র মাসে কত প্রয়োজন, প্রয়োজন কত টাকার।
কয়টা জামা তুমি কিনেছো,এখনো ১০টা হয়নি আমার।
মোনাজাতের সবটা সময় নিজের জন্য রাখি,
খুব করে চাই আমি যেন ভাল থাকি।
দশ টাকা চেয়ে হাত পাতা মানুষটাকে খুব সহজে করছি অবজ্ঞা,
সারা বেলা না খেয়ে থেকেও হয়না রোযার পবিত্রতা রক্ষা।
মোনাজাতের সবটা সময় নিজের জন্য রাখি,
খুব করে চাই আমি যেন ভাল থাকি।
কেবল না খেয়ে থেকে, ক্ষুধাটাকে রোযা না বলি।
পবিত্র মাসের প্রতিটা মুহূর্তে ত্যাগ, সংযম আর ভালোবাসা খুঁজি।