আমার ভয় হয়,
একলা থাকতে! তাই প্রতিনিয়ত আশপাশে মানুষের সন্ধান করি।
আমার ভয় হয়,
অন্ধকার! তাই রাত নামলেই আজকাল কৃত্রিম আলোর খোঁজ করি।
আমার খুব ভয় হয়,
চোখ দুটো বন্ধ করতে! তাই চোখদের আর ঘুমোতে দেই না।
আমার আজকাল খুব ভয় হয়,
সাদা রঙে! তাই সাদারঙা কাঁথাটায় আর দেহ ঢাকি না।
আজকাল অদ্ভুত রকমের ভয় হয়,
আগরবাতির গন্ধে! তাই অনেক দিন আগে কেনা আগরবাতির প্যাকেটটা ফেলে দিয়েছি।
আজকাল তো আমার দু সেকেন্ডের জন্য শ্বাস আটকে আসলেও বড্ড ভয় হয়,
যদি শ্বাসটুকু বন্ধ হয়ে যায়! তাই খুব সচেতন ভাবেই শ্বাসযন্ত্রটাকে সচল রাখতে চেষ্টা করি।
আমার আজকাল সব কিছুতেই ভয় হয়!
মৃত্যুভয়!