কারো ভালো লাগে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
নীল আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা,
কারো ভালো লাগে সবুজ সরিষা ক্ষেতে
হাওয়া দোলানো স্বর্ণরঙা মেঘ দেখা।

কারো মনের শান্তি সমুদ্রের গর্জনে,
ঢেউয়ের সঙ্গে মিশে যাওয়া গানের সুরে,
আবার কেউ খালি পায়ে নদীর চরে হেঁটে
খুঁজে নেয় জীবনের মাটির ছোঁয়া পুরে।

সব মানুষ এক নয়, আলাদা তাদের ব্যথা,
আলাদা তাদের ভালো লাগার গল্পগাথা,
তবু এক সুরে মিলে যায় মন,
প্রকৃতির কোলে খুঁজে নেয় আপন জীবন।