আমাকে ভালো লাগে,
তবু আগ্রহের ছায়া নেই চোখে,
নেই কোনো ব্যাকূলতার সুর,
নেই কোনো ছন্দ, কোনো তীব্র ঝড়।

বীণার তারে হাত পড়েনি কখনো,
নীরবতায় মিশে গেছে সব শব্দ,
নেই কোনো ব্যাকূলতার বাহন,
শুধু ঠাঁই দাঁড়িয়ে আছে শূন্য মন।

ভালো লাগার অদৃশ্য দেয়াল,
তাতে কোনো দরজা নেই,
নেই আহ্বান, নেই কোনো ডাক,
নেই পথচলার কোনো ছন্দের হাত।

তবু আমি দেখি একা দাঁড়িয়ে,
যেখানে তোমার অনুভূতিহীন আগ্রহ,
আমার ভালো লাগার গভীর স্রোত,
অতল জলরাশির মতো নিরব অগম্য।