তুমি এক মায়া,
যার ছায়া আছে, কায়া নেই,
তুমি এক স্বপ্ন,
যা জেগে থেকেও স্পর্শ করি না আমি।
তোমার জন্যই চোখ ভিজে যায়,
অথচ কেউ দেখে না সে জল,
তুমি এক রোদেলা বেলা,
যার পাশে দাঁড়িয়ে থাকি ছায়াহীন।
তুমি আমার কষ্টের ক্যানভাস,
প্রতিদিন যার রং বদলায়,
তবুও আমি আঁকতে চাই
তোমার ভালোবাসার ছবি,
যে গল্প কখনও শুনিনি।
আছি আমি,
তোমার সুরে বাঁধা গান হতে—
একদিন তুমি শোনাবে আমায়,
তোমার ভালোবাসার গল্প,
যা কায়াহীন থেকেও চিরন্তন।