অভাবের অন্ধকারে ডুবছে দিন,
গুণ নেই, রূপ নেই—জীবন নিরীহ ক্ষীণ।
কন্ঠে সুর নেই, হৃদয় শূন্য,
চাকরিহীন দিন যেন ধূসর গন্তব্য।

তবু আশা রয়, স্বপ্নের ছায়া,
একদিন আসবে আলোয় ভরা মায়া।
যেদিন আমার চাকরি হবে হাতে,
সব "নেই"-এর হিসাব হারাবে রাতে।

সে দিনে দেখবে না কে কত রূপশালী,
শুনবে না কন্ঠে সুরের জ্যামিতি।
দেখবে শুধু আমার সফলতা—
চাকরি ধরে রাখা কর্মের মাহাত্ম্য।

তাই আজও পথচলা, অভাবের বুকে,
স্বপ্ন সাজাই একদিন ভোরের মুখে।
গুণ, রূপ, সুর—সব হবে মিল,
চাকরির আলোয় ছড়াবে জীবন শীল।