-এখানে অনেক ভিড় , এখানে রক্তপাত
- এসব কথা ছাড়ো দেবলীনা, ওই দেখো নীল আকাশ
- এখানে জ্বলছে আগুন, মরীচিকা লাঠির আগায়
- চলো বরং ঘুরে আসি সবুজ গাঙে এক ফালি নৌকায়
- কৃষ্ণচূড়ায় বিদ্রোহ আজ বিকেলে বেলা ক্লান্ত
- আচ্ছা !! তুমি বলো ! বকুল ফুলের গন্ধ আমাদের কথা জানত ?
- দাবার ঘুটি ওঠে , পড়ে , বোর্ড কিন্তু একটাই
- ওই যে ! আকাশ জুড়ে কালো মেঘ ! তোমায় দেবো সবটাই
- ধরো আমার সাথেও হলো এমন কিছু, আমিও যদি হঠাৎ করে হারাই
- কাউকে তখন মানবো না, থোড়ি না কাউকে ডরাই ?
- তাহলে প্রেমের কথা থাকনা এখন বাকি , অনেক সময় পরেও তুমি পাবে
যাদের প্রেম হটাৎ করেই শেষ হলো,তারাও কি আজ চুপ করে,সবটা মেনে নেবে ?