গুড়ুম!
আর সাথে সাথে এক বালি হাঁস পড়লো মাটিতে ।
আকাশে গরম সূর্যের নরম আলোর নিভু নিভু রেখা,
যেন ঝলসানো এক রান্নাঘর , ঝলসে ঝলসে ডানা গুলো গেল পুড়ে ।

কিছুক্ষন আগে, ওই বলাকার ভিড়ে স্বপ্ন ছিল ..
ঘরে ফেরার সুখ ছিল , বেঁচে থাকার আনন্দ ছিল ।
এ আকাশ তাদের ; আকাশে রং ধরলে ডাক আসে
আকাশের বুক চিরে ।

কাতরে কাতরে কি বলছিল কে জানে !
বারুদের গন্ধ মেখে পড়েছিল,তির তির কাঁপতেই
দা এর এক কোপ;ফিনকে উঠলো রক্ত ..উল্লাস
দূরে গাছের কোঠরের সংসার - ঘরে ফেরার স্বপ্ন ছিল
তার নিথর দুচোখ জুড়ে ।

আবার শব্দ হলো ....গুড়ুম !