তোমাকে একটিবার দেখার জন্য
আমি সকাল থেকে বসে চৌরঙ্গীর এই গলিতে,
তুমি আসোনি ।
তুমি মিছিলে আছো , তুমি শ্লোগানে আছো
আর ..আর তুমি খুব ব্যস্ত আছো দেবলীনা !
আমার একটুও কষ্ট হয়না জানো
আমি দেখতে পাই তুমি শক্ত হাতে ঝাণ্ডা ধরে গলা মেলাচ্ছ মিছিলে ,
ন্যায্য দাবির অধিকারে অনশন , কয়েক রাত্রি যায় কেটে ।
আমি মাঝে মাঝে গিয়ে দাঁড়াবো রাস্তার গায়ে
সাহস হবেনা হয়তো তোমায় গলা ছেড়ে ডাকার
ভাবব তুমি হয়তো ছুটে আসবে,বলবে
-একি তুমি এখানে !! তোমার তো জ্বর ! গা পুড়ে যাচ্ছে একেবারে , চলো দিয়ে আসি ...
আমি মনে মনে হাসবো;না থাক যেতে পারবো একাই,
তুমি হয়তো চলে যাবে,হারিয়ে যাবে মিছিলের স্রোতে ,
আমি একলা ফিরে আসবো
ধোঁয়া ভরা সন্ধেয় , আমার গুমোট ঘরে ।
আমি সবসময় চাইনা, আমি একটি বার চাই ,
আমি চাই তোমার শীতল হাতের আরেক বার জলপটি ।
আরেক বার ধূপ জ্বালাও আমার ঘরে ,
তোমার আর একটা রাত জাগা হোক,
আমার জীবনের শেষ একটি রাত ।