পুঁটুলিতে ঘুমিয়ে ছিল পাপড়ি ,নিষ্পাপ ।
নতুন সূর্যের আলো ছুঁয়েছিল, তার
খুদে খুদে হাত,পা ।
তবু ছিঁড়ে যাওয়া নাড়িতে পিঁপড়ে ধরেছিল,
এককণা ফুসফুস,অপরিণত
গেয়েছিল জীবনের গান ।
অনেক কাল আগে ভেসেছিল কর্ণ,
আজ ভেসেচলে কত কত তারা ,
ক্ষয়িষ্ণু চাঁদ ক্ষয়ে ক্ষয়ে মরে,
আবারও বেঁচে ওঠে ভুল সময়ে ।
তবু ড্রেনে পড়ে থাকে কতশত পাপড়ি
তারউপর পড়ে খাবারের উচ্ছিষ্ট
চাপা পড়ে,তলিয়ে যায় ম্যানহোলে ।
চোখ না ফোটা যে ফুল;খসে পড়ে ,
একালের কুন্তীরা ছিঁড়ে দেয় মালি দিয়ে ।
ফেলে যায় ডাস্টবিনে,রাস্তার ধারে,
ফুলও চায় ফল হোক , ফুল গুলো যাক মরে ।