এক রাতজাগা সকাল , টলতে টলতে সূর্য ওঠে আকাশে।
ঘুমহীন রাস্তায় তখনও দাঁড়িয়ে আধঘুমে লামপোস্ট,
গভীর প্রেমে মাধবীলতা পাঁচিল আঁকড়ে থাকে চেয়ে,
আর আমার বিষণ্নতার বালিশ পরে থাকে একপাশে।
হাঁটতে হাঁটতে ফাঁকা ময়দান , রাজপথে তখনও নিভে যাওয়া ধোঁয়া ।
দমকলের শব্দ আর নাই ,নিভে গেছে সব,
নিভে গেছে স্বপ্নগুলো,পঙ্গু ভালোবাসা ,বেঁচে থাকা ,
সারারাত জ্বলেছে ঘর- প্রেম-দেহ ,সব গেছে খোয়া।
আকাশে তখনও জ্বলছে শুকতারা ।
ছোট খেলনা,আধো আধো স্বর ছাই হয়ে উড়েছে,
একফালি আকাশ তার সাক্ষী নয় ,জ্বলন্ত গ্যাস ,
বহুদূর হতে শুনেছি সে কান্না,আর জীবন্ত ঘরে ফেরা।