আমার উঠানে একটা হাসনুহানা ।
দিনের শেষে গন্ধ ছড়ায় আমার বেডরুম পর্যন্ত ,
এতটা ছড়াতে তুমিও পারোনি,পারেনি সিগারেটও।
মদিরার শেষ বিন্দু পর্যন্ত গলায় ঢেলছি, নাঃ !
কেউ আসক্ত করতে পারেনি আমায়,নেশা হয়নি।
জানো ! নেশা আমার হয়না ।
আমার নেশা করা মানা,
রোজ রাতে ঢুলুঢুলু চোখে শুকতারা জাগে আকাশে,
মাঝে মাঝে রাতে চিৎকার করি তার দিকে চেয়ে,
রাতে কি ঘুম হয়না তোমারও ? শুকতারা !
কিছু বলে না জানো! তোমার মতো চুপ করে থাকে।
আমরা একলা হাসনুহানা ।
তোমার ঠিকানা নাই জানা ,
দাওনি আমায়,যেমন রাত্রির শেষ প্রহর দেয়না উত্তর
কেন এত কম সময় ? বাঁচতে আরো কয়েক যুগ !
আমি চাই কয়েক যুগ একরাশ থকথকে অন্ধকার,
আমার সাথে হৃদয়ভাঙ্গা ওই শুকতারা জাগবে ।
আর আঁধার মেখে আমার হাসনুহানা ।