যদি আমি ঘুমাই অঘোরে
প্লিজ দেবলীনা, তুলোনা আমায়
আমার ক্লান্তিতে ভরা দুইচোখ আরাম চায় ।
যদি আমি ঘুমাই অঘোরে
জানালাটা বন্ধ করে দিও তুমি
বাইরের আলো তে আমার ঘুম না ভেঙে যায় ।
যদি আমার ঘুম না ভাঙে
সকাল হলে বন্ধ করো না পাখা টা
তুমি জানো আমার গরম সহ্য হয়না মোটে ।
যদি আমার ঘুম না ভাঙে
সব কিছুই সামলে নিয়ো তুমি
শেষ বেলায় একটু চুম্বন এঁকে দিও ললাটে ।
আমার ঘুম ভাঙবে না সত্যি,
দুই বছরের পাগলি কে রেখো সামলে ।
আগুনের আঁচে পুড়ে হব আমি ছাই
ভুলে যেও প্লিজ আগুনের শিখা নিভলে ।