বিকেল বেলায় নদীর চরে
ঝিনুক কুড়ায় কোন সে বালক ।
নদীর স্রোতে শ্যাওলা জমে
কাশফুলে তো শুকনো পালক ।
এঁটেল মাটি কাদার মাঝে
একটা দুটা তিনটে ঝিনুক ।
নদীর সাথে তাল মিলিয়ে
ওই ছেলেটি বায়না কিনুক ।
দিনের শেষে আপন দেশে
খড়ের চালের আপন ঘর ।
মাটির উনুন কাঠের ধোঁয়া
ভাতের হাঁড়ি তার উপর ।
রাতের বেলা কোন সে আলো
জানলা দিয়ে চুপিসারে ।
মায়ের আঁচল ঘুম জড়ানো
স্বপ্ন আসে ঘুরে ফিরে ।
দিনের শুরু একলা উঠান
চড়ুই ভাতির ছোট্ট দুপুর ।
বাসন ধোয়া ডোবার জলে
এক ফালি রোদ বাজায় নুপুর ।
এমন কতই মানুষ থাকে
সব হারিয়ে একলা একা ।
তুমিই কিনা পড়ছ ভেঙে
উচিত তোমার বাঁচতে শেখা ।