আমি চাই চামড়ার প্রতি টি অংশ তুলে নিতে
ছুঁড়ির খোঁচায় আস্তে আস্তে ,
এখন রক্ত আমার ভালো লাগে ।

এক একটা আঙ্গুল প্রতিদিন কাটতে চাই,
রাস্তার মোড়ে ভাবছি একটা কাঠের মূর্তি বানাবো,
তাতে চামড়া লাগবো,আঙ্গুল বসাবো,কেটে কেটে।
একেবারে শেষ হয়ে গেলে ভালো লাগে না,
আমি প্রতিদিন যন্ত্রনা দিতে চাই,প্রতি মুহূর্তে
আমি ছিঁড়তে চাই মাথার সমস্ত চুল,সমস্ত অঙ্গ ,
কারন,এখন রক্ত আমার ভালো লাগে ।

আঙ্গুল কাটা শেষ হলে,নরম মাখন যেমন কাটে
তেমন প্রতিটি দিন গায়ের সমস্ত চামড়া গুলো;
পিঠের মাংস খুবলে খুবলে রেখে আসবো রাস্তার মূর্তিতে
উফফ কি যন্ত্রনা ! কি চিৎকার ! কি ছটফটানি !
আমার এসব ভাললাগে ! এখন ভাললাগে ।
রক্তমাখা ধর্ষক চিৎকার করে বলবে
- আমায় একবারে মেরে ফেলো ।
কিন্তু না,আমি মারবো না,আমার যে অনেক কাজ বাকি ।

আস্তে আস্তে পা টা ভেঙে ফেলব,
একটা আস্ত গরম রড পায়ুদ্বার এর এফোঁড় ওফোঁড়,
আর তার হৃদয় ভাঙা চিৎকার ।
আমার মুখে শয়তানি হাসি,উল্লাসে লাফিয়ে উঠব আমি,
ধারালো ছুরি দিয়ে কাটবো তার আদিম লিঙ্গ
তার চিৎকার পৌঁছাবে বাড়ি বাড়ি, ভিক্ষে দাও ভিক্ষে দাও
কেউ দেবে না,মুখের উপর বন্ধ হবে দরজা।

তার পিছু ছুটে আসবে সেই অসহায় কান্না ,
কান গুলো চেপে ধরে বলবে শুনতে চাইনা,
আর আমি! তৎক্ষণাৎ কেটে দেব তার একটি কান ।
ফিনকি দিয়ে ছিটকে আসবে রক্ত,আমার মুখে গায়ে
চারিদিকে রক্ত,কান্না,লুটিয়ে পড়বে যন্ত্রণায় ,
হাত জোড় করে বলবে , এবারের মতো ছেড়ে দাও !
আমার বাড়িতে ছোট ছোট বাচ্ছা আছে,মা আছে ,বউ আছে ।

কিন্তু এখন রক্ত আমার ভালো লাগে, আমি জল্লাদ ।
আমার মনে মায়া নেই,আমি ন্যায়,আমি মৃত্যু ।
তার দুই হাত টেনে আমি ছিঁড়ে দেব
বুক ফাটা চিৎকার  তারাও শুনবে,তারাও জানবে,আজ ন্যায়ের দিন।
আমার দিকে কাতর দৃষ্টি তে তাকিয়ে সে কাঁদবে,
আমার সহ্য হবে না, ওই দৃষ্টি ওই চোখ আমার সহ্য হয়না ,
হাতে ধরা ছুরিটা জোরে গেঁথে দেব তার চোখে,
ছিটকে উঠবে রক্ত,খুবলে নেব রক্তাক্ত চোখ দুটো
তার চিৎকার করতে থাকা জিভ টা টেনে ছিঁড়ে দেব।
গলগল করে বেরোবে রক্ত,চোখ মুখ দিয়ে
কারন রক্ত আমার বেশ প্রিয় ।

তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তাকে মারতে চাই
মৃত্যুর আগে বহুবার মারতে চাই ।
সে বারবার মরবে,যন্ত্রণায় ছটকাবে,লুটিয়ে পড়বে
আর আমি তার প্রতি টি অঙ্গকে হত্যা করব ।
তাকে টেনে নিয়ে গিয়ে বাঁধব রাস্তার মূর্তির সাথে
যেখানে ঝোলানো আছে তারই ছেঁড়া হাত পা।
তার নিঃশ্বাসেও মেশাবো তারই বিষ
জ্বলবে হুহু করে, আগুনের শিখা উঠবে গগন পানে
কেঁপে উঠুক থরথর করে সব,আজ পালাবার পথ নেই
তার শেষ মরনের আর্ত-চিৎকার শুনবে সবাই
প্রতিটি ইঁট,প্রতিটি রাজপথ,প্রতিটি গলি
শাস্তির প্রতি টা খুনি পুড়বে এই রাজপথেই ।

©শুভঙ্কর রায়

#JusticeforpriyankaReddy
আওয়াজ ওঠান,এমন আওয়াজ যাতে গোটা ভারত কেঁপে ওঠে । যাতে লিঙ্গ কেঁপে ওঠার আগে তার বুক কেঁপে ওঠে । ফাঁসি নয়,তাকেও তিল তিল করে মারতে চাই । দোষীর শাস্তি হোক দৃষ্টান্ত মূলক ।