ও চাঁদ নয় ।
ও তো ভালোবাসা , যে ফুটে ওঠে একসময় ।
রাতের রাতচরা ডালে বসে প্রহর গোনে
তিরতিরে বয়ে চলা হাওয়া ..
ঘুরেফিরে কয়ে যায় কানে কানে -
এত মেঘ কেন আকাশে !
ঘাসে ঘাসে জোনাক পোকা ঘুমিয়েছে আনমনে
তখনও সন্ধ্যার মেঘে ঢাকা তারারা প্রহর গোনে ।
জোয়ার আসে জানো ! জোয়ার ?
প্রবল ঝড় ! যে সরিয়ে দিতে পারে কালো মেঘ
ইচ্ছা,আনন্দ এরও যে আছে এক সুপ্ত শক্তি
যা পারে ভেঙে দিতে সব, করে দিতে পারে ছারখার কালমেঘ ।
ছোট্ট পুচকু বাচ্ছার উৎসাহ ভরা চোখ
দাদিমার মুখে শোনা চাঁদের আলোক ,
বলে ওঠে - আম্মা ! ওই যে কত্ত বড়ো চাঁদ !
মেঘ সরে উঠেছে তখন থালার মত মস্ত বড় এক রুপালি চাঁদ ।