পথ ভোলা লালচে বিকেল পাথরে মিলেছে গা
সোনালী বিকেল হারিয়েছে পথ ।
সবুজ সবুজ কচি ঘাস এর দুহাতে এক আকাশ
রঙিন মেঘ ...আর ওই দূরে ঝাউ গাছ ।
এক গাঢ় ঘুমে নিশ্চুপ ..ছোট ছোট ঘাস
এক আকাশ জুড়ে লাল ওড়না
নিরালায় লাল পাড় শাড়ি পলাশ বন
সিঁদুরে রাঙা কৃষ্ণচূড়া এখানে থেকে অনেক দূরে
আর এখানে শুধু ঝাউ বন, পাশে দেবদারু চোখ বুজে
দেখে যায় সবকিছু ...
ডানা মেলে উড়ে যাওয়া মানা..মানা গান গাওয়া
লাল নুড়ি কালো পাথর অচল
পাশে নিষেধের বেড়া জাল ..পথ চলা মানা
মাথা তুলে আকাশ দেখা ও তো শুধু এক কল্পনা
চুপ করে থাকো এক নিঃশ্বাসে,
এক নিঃশ্বাসে বেঁচে থাকো কয়েক যুগ ।
চুপ থাকো ঝাউ বন ..একেবারে নিশ্চুপ ।