টাকার গন্ধ !! নাকি দেখতে খুব সুন্দর ?
কোনটা টানে বেশি ! বুঝলাম না ,
চোখে চশমা , বাইকের ঘ্যাড় ঘ্যাড় !
তোমায় টানে বেশি ..তবে যাও
চলে যাও ওই যুবকের কাছে
যদি যেতে চাও, তবে যাও ।
এই মেঠো মাটি , সোঁদা গন্ধ
ওই দীঘি জল , পাখির ডাক !
জানি এসব তোমায় টানে না ।
ওই কংক্রিটের শহুরে যুবক তোমায় ডাকে
যাও যাও , চলে যাও ।
তোমার ঐ সুদর্শন যুবক
আমায় পছন্দ করে না , আমি গেঁয়ো চাষী ।
তবে খাও , টাকা খাও , ইট খাও , সিমেন্ট খাও
খেয়ো না আমাদের চাল ডাল শাক
"তোমাদের ? "
হ্যাঁ , ওতে লেগে আছে আমাদের ঘাম
ওতে আছে আমাদের স্বপ্ন
ওতে আছে এক মুঠো আশা ..
বেঁচে আছে আমাদের জীবন ।
থাকতে না চাও থেকো না
ওই একরাশ শহুরে ধোঁয়া ডাকে !
যাও , নিজেকে জড়াও
এখানে মাটি হয়ে যাবে , সবুজ হয়ে যাবে ।
ওই যুবক তোমায় ডাকে , যাও যাও
চলেই যাও তবে ।