সবাই মিলে করে ঠকঠক
  ভালো করে দেখুন,
    চেষ্টা করছে
একটু জ্বালতে আগুন ।

শুরু হলো সভ্যতা
তৈরি হলো চাকা,
মানুষ হলো গোষ্ঠীবদ্ধ
   আর নয় একা।

মানুষ বাস করল
পাতার তৈরি কুঁড়েয়,
সভ্যতা এগোলো
আরো দূরে দূরে।

দিন যায়,রাত যায়
আর যায় বছর ।
তৈরি হলো গ্রাম
আরো কত নগর ।

শান্তিতে কাটছিল দিন
  ভাই ভাই ভাবে ।
একটা ঘটনা ঘটল
শোনো বলি তবে ।

হটাৎ উল্টে গেলো সব
ঘরবাড়ি,পাতাছাওয়া কুঁড়ে।
বদলে হলো,বড় বড় অট্টালিকা
ট্রেন ট্রাম রাস্তা ঘাট জুড়ে ।

চলল খুনখারাপি
আর জায়গা দখল ।
শান্তির দরজায়
  পড়ল শিকল ।

   এই তো সবে শুরু
দেখো আরো কত কি হয় !
     কোথাকার জল
     কোথায় গড়ায় !

-------------------------------------------
[03/09/2013]