হিমালয়ের হিম গলতে দেরি হলেও,
তোমার স্বরে আমার মন গলতে দেরি হবে না ;
যে স্বর আমার হৃদয় শুনেছে,
সে স্বরের স্মৃতি আমি ভুলবো না।
সূর্যের আলো পেতে দেরি হলেও,
তোমার দর্শন পেতে দেরি হবে না;
যে রাগী চেহারা আমার নয়ন দেখেছে,
সে চেহারার তুলনা কোনো কিছুই হয় না।
ফুল ফুটতে দেরি হলেও,
তোমার হাসি ফুটতে দেরি হয় না;
যে হাসি আমার হৃদয়ে ফুটেছে,
সে হাসি কোনো নারী ফুটাতে পারবেনা।
আমার প্রতি উদাসীনতা দেখালেও ,
হৃদয়ের আবেগ প্রকাশ করবে না;
তুমি এমনই এক নারী,
যার প্রতি আমার ঘৃণা ও কমবে না।
তোমাকে জীবনে না পেলেও ,
তোমার প্রতি মায়া কমবে না ;
যে নারী আমার হৃদয় আছে,
সে নারীর প্রতি আবেগ ঝরবে না।