বীর বীর তুমি মোর হৃদয়ের হীর,
ভাঙ্গা শরীর জোড়া দিয়ে উঁচু করো শির ;
কালো মেঘের আড়ালে মোর আকাশ যে স্থির
আজ কেন এই বহিরাগত কালো মেঘের ভিড় ?

বীর তুমি অগ্রগামী তীর ,
কালো মেঘের বুকে ঢুকে দুদিক কর চিড়;
ওহে বীর তোমার পিছনে রয়েছে ভবিষ্যতের মীর
তুমি চলে গেলেও আমরা হবো নতুনদের বীর।