আমায় করেছিলে উপেক্ষা
হৃদয়ে দিয়েছিলে ক্ষত,
সেই ক্ষত শুকিয়ে গেছে
তবে তুমি হারিয়েছো কত ।
এখনো আছে 'উপেক্ষা ' নামক সেই অভিশাপ,
জানি ,আবার একদিন কোনো অহংকারী নারী
ধারণ করে, নির্লজ্জ হাসিতে
করে যাবে উপেক্ষা
দিয়ে যাবে ক্ষতের ছাপ।
অহংকারী ও হৃদয় ভঙ্গি যাবে চলে
আমরাও উপেক্ষার কথা যাব ভুলে,
ছেড়ে দিতে হবে যে পৃথিবীর মায়া,
শুধু 'উপেক্ষা ' রয়ে যাবে ধরাতে
অপেক্ষায় থাকবে অন্য অহংকারীর ছোঁয়াতে।