এই জীবনে দেখেছি একটি " পনেরো "
মনের গভীরে রয়ে যাবে "পনেরো "
কি দেখায়নি এই "পনেরো ",
কি শিখাইনি এই "পনেরো ",
কি বাধ্য করেনি এই "পনেরো " ।
এই "পনেরো "দেখিয়েছে সহপাঠী খায় আরেক সহপাঠীর রক্ত ,
এই "পনেরো " শিখিয়েছে যদি খবর না পাও তাহলে নিজেরাই হও খবর ,
এই "পনেরো " বাধ্য করেছে যদি শরীর পড়ে যায়, উঁচু যেন থাকে মাথা ।
এই "পনেরো " হয়েছে আরো অসহায়
যাদের থেকে পাওয়ার কথা ছিল সাহায্য ,
তারাই করেছে "পনেরো " কে ক্ষত
সেই সাথে পোষ্য প্রাণীরাও
কেটেছে "পনেরো " কে কত ।
এই "পনেরো "আমার দেখা পনেরো ,
এই "পনেরো " এর রক্ত শুকাবে না কোনো দিন ,
এই "পনেরো " অমর থাকবে চিরদিন।