স্বপ্নেই তুমি শ্রেষ্ঠ,
বাস্তবে তুমি নিকৃষ্ট
হারিয়েছো তোমার উপর মোর উত্তেজনার দৃষ্টি,
হবে না তোমার জন্য মায়ার সৃষ্টি।
তুমি সূর্য হয়েও ছিলে
চাঁদের মতো মায়ার টান,
চাঁদ হয়েও ছিলে
সূর্যের মতো আগুনের বাণ।
প্রতিশোধ নেয়ার জন্য করেছে অনেক চেষ্টা,
কিন্তু শেষে নিজেকে করেছো সস্তা।
তবু ও আমি নির্লজ্জ
সব বুঝেও আমি তোমার হৃদয়ের আর্য ,
তুমি বুঝতেও পারবেনা এইসবের কিছু।
এভাবেই যাবে শত শত দিন-
তোমার গলার সুর নিভে যাওয়ার আগে
আমাকে ডেকো ,
আমি আসবো সেই দিন।
শুধু চোখে চোখে হবে কথা,
সময়ের জন্য হবে না আর
"দুঃখিত" বলা ।