ধুর ধুর ধুর আমি ব্যর্থ কীট,
জয়ী হয়ে শুরু করে হারিয়েছি জয়,
ডুবে থাকা নিন্দুকেরা নিলর্জ্জ আমায় কয় ;
মুখে "জয় করবি " বলে চেয়েছে আমার ক্ষয় ।
হিমালয়ের অগলিত হিমের ন্যায় পবিত্র আমি,
আমার সমবয়সীরা করে আপনের সাথে হানাহানি,
কত যে প্রেম নিয়ে টানাটানি ,মিত্র করছে বেইমানি;
সব জেনেও আমি কিছুই না জানি।
নিজেরে এই পরিণামের পিছনে রয়েছে নিজের নাম,
এক অবলার পিছনে ছুটে করেছি নিজের বদনাম,
আমার অনুভূতি ছিল তার কাছে সমুদ্রের এক বিন্দু জলের সমান;
আমি এতটাই অপরিপক্ক ছিলাম যে বুঝিনি তার ছলনার বান।
আমার জয়ে জ্বলে যাবে তাদের আমোদ পিরিত সাজ,
শুভাকাঙ্ক্ষীদের সাথে তারাও করবে আমার জয়গান ,
কিন্তু যা দেখেছি অতীতে তা ভুলিবার নয় ;
আমার ফিরে আসা হবে প্রতিশোধের নাম ।