অন্ধকার ঘরে হাসছি আজ ,
করুণ দশায় নেই মনে লাজ।
সব হারিয়ে ভুলিনি আমার কাজ,
নিজেকে দিব আজ কল্কির সাজ।
আমি ছুটছি তাই থামবো না,
নিজেকে চিনেছি সেহেতু হারবো না,
শত বাধা থাকলেও হাল ছাড়বো না,
থামিয়ে দিলেও থামবো না।
আমার শিরায় আজ বইছে কালো লস্য,
ক্রোধে নিজেকে করেছি হিংস্র ।
কিন্তু আমি কর্ণের মতো নিঃস্ব,
কারো হতে পারেনি প্রিয় শিষ্য।
রণক্ষেত্রে এসে সূর্যকে জানাই প্রণাম,
শরীরে ভাসছে কৃষ্ণের নাম
সত্যের জন্য সবকিছু দিবো দান ,
আজ তাদের জন্য আমি কুঠোরহীন পরশুরামের সমান।