আমার নীরবতা কে দেখে ভেবো না পরাজয়,
নিন্দুকেরা হেসে হেসে কত কি কয়-
সব জয়েই হয় না জয়,
আমার ধৈর্য যে দুর্জয়।
আমার কান্না দেখে ভেবো না ভীরুতা,
তারা আমার কান্না দেখে করে উপহাস-
সব কান্না মানেই নয় দুঃখপ্রাপ্ততা
আমার কান্না যে অগ্নির গোলা।
আমার হাসি দেখে ভেবো না প্রসন্নতা,
তারা যে সহ্য করতে পারে না-
সব হাসি মানেই নয় ভালোবাসা,
আমার হাসি যে বিনাশের শঙ্কা।
আমার নিঃসঙ্গতা দেখে ভেবো না একাত্মতা,
তারা হতে চাই নি যে আমার মিত্র-
সব একাত্মতা মানেই নয় অসম্পূর্ণতা,
আমি একাই আনবো যে পূর্ণতা ।