পাপ পূণ্য আলো ছায়া,
হিংসা ভালোবাসা করে খেলা।
একই মানুষের দুই চেহারা;
মুখোশটা শুধু হয় না ফেলা।
স্বর্গ-নরক ভাল-মন্দ,
কোনটা ছেড়ে কোনটা করব।
হয় না বাঁচা একটাই জীবন।
সুখ চাই, সুখ চাই,
সুখের দেখা নাই।
হাজার অসুখের ভিড়ে,
বৈষম্যতার পাখি উড়ে ফিরে।
পেলাম না তো স্বাধীনতা হায়
বিবেকটা আজ মগজের খাঁচায়।