সে রাতে চাঁদ ওঠে নি,
মেঘেরা সব জমাট বেঁধে,
গুমোট বাতাসে দম আটকে;
নিংড়ে নিংড়ে আত্মার চিৎকার,
সে রাতে চাঁদ ওঠে নি।

সে রাতে চাঁদ ওঠে নি,
শরীরের খাঁচা ছাড়ার প্রাণপণ লড়াই,
ক্ষুধা, দারিদ্র, জরা, দুর্যোগ,
প্রেতাত্মার মত আজ ঘুরে বেড়ায়,
সে রাতে চাঁদ ওঠে নি।

সে রাতে চাঁদ ওঠে নি,
ভেঙ্গে যাওয়া প্রেমের কালকূট জ্বালা;
বিশ্বাসের আয়নায় জমা ধুলোর প্রলেপ,
মুখে হাসি নিয়ে সময়ের স্রোতে বয়ে চলা-
সে রাতে চাঁদ ওঠে নি।