ভালোবাস?
অনেক বেশি ভালোবাসি।
হুম, কিভাবে বুঝব?
না না বাবা,
ওই হাত পা কেটে রক্ত ঝরিয়ে বোঝাতে পারব না।
তবে হ্যাঁ,
আমি ঈর্ষান্বিত।
যখন দেখি তুমি
আমার চেয়ে অন্যের সাথে
অনেক বেশি স্বচ্ছন্দতা বোধ।
হোক সে ছেলে কিংবা মেয়ে।
ভাবছো ভালোবাসায় ঈর্ষা কেন?
কারন আমার পুরো পৃথিবী জুড়েই তুমি।
তুমিই বল।
কে না ভয় পায় তার
সবচেয়ে প্রিয় মানুষটাকে না হারাতে।
তুমি কি জানো?
এখনো এতগুলো বছর পর-
হঠাৎ করে যখন তোমায় দেখি,
সেই প্রথম দেখার মতই
বুকে একটা ধাক্কা লাগে।
অনুভূতিটা শুধু আমিই বুঝি।
নিঃস্বার্থ ভালোবাসি;
তাইতো ঈর্ষা করি।
ঈর্ষা করি,
বিনিময়ে কিছু পাওয়ার আশায় না;
শুধু তোমাকে হারানোর ভয়ে।
হ্যাঁ আমার ভালোবাসা ঈর্ষান্বিত।
প্রশ্ন তুলতেই পার।
তবু বলব ভালোবাসি।
সে ভালোবাসার কোন ভাগ নেই,
নেই কোন অংশীদার।
যেখানে আমার পৃথিবী জুড়ে শুধু তুমি,
যেখানে তুমিতেই আমাকে খুঁজে পাই,
সেখানে ঈর্ষা করাটা কি খুবই দোষের?
তোমার কাছে উঁচু গলায় বলতে পারি,
হ্যাঁ এটাই আমার
ঈর্ষান্বিত নিখাত নিবিড় ভালোবাসা।