হারিয়ে খুঁজি তোকে,
আজো আমাতে।
ফিরে আসবি বলেছিলি,
সেই শেষ বেলাতে।
আকাশে ছিল না তখন,
মেঘের ঘনঘটা।
মায়াময় চাহনি ছিল তোর;
চুলে ছিল লাল গোলাপটা।
আজো খুঁজে ফিরি তোকে,
সীমাহীন স্মৃতির কৃষ্ণগহ্বরে।
ফিরবি না তুই জানি আমি;
ফেলে গেলি বিষাদের অবসরে।
না থেকেও তুই;
আরো বেশি মূর্তমান।
ভালোবেসে যাবো তোকে,
আজো প্রতীক্ষামান।
লোকে বলে তুই আছিস;
ওই নীলচে তারায়।
চেয়ে চেয়ে হারিয়ে যাই,
তোর পথের আশায়।
নেই তুই তাতে কি-
আমার ভালবাসা তো আছে।
হিংসেতে জ্বলে মরবি,
আসব যখন তোর কাছে।
ভাববি মনে মনে-
দূরে থেকে কীভাবে
কেউ এত ভালোবাসতে পারে।