হ্যাঁ; আমি ক্ষমার অযোগ্য।
কারন আমি যা করেছি,
নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না;
তুমি আর কি করবে।
জানি আমি ভুল করেছি,
ভাবছ, কেন এভাবে বলছি;
ভাবছ, সত্যি আমি অনুতপ্ত।
না তাহলে ভুল ভাবছ।
হ্যাঁ, আমি এরকম বারবার করব।
শতবার হাজারবার
যতবার তোমায় দেখব
ঠিক ততবার।
আমি তো নিজেই জানি;
আমি ঠিক করছি না।
কিন্তু কি করব, তুমিই বল।
আমার হৃদয় নামক অসভ্য বস্তুটাতো
কোন কিছুই মানতে চায় না।
কখনো মুখ ফুটে বলি নি,
কতটা ভালোবাসি।
কিভাবেই বা বলতাম,
তুমিই ভাল জান, কেন বলি নি।
গল্পের শুরুটা ঠিকই ছিল।
কিন্তু আস্তে আস্তে সেই অসভ্য হৃদয়ে,
তোমাকে পাবার বাসনার তীব্রতায়-
সঠিক ভুলের সংজ্ঞা থেকে যোজন যোজন
দূরে নিয়ে গেল আমায়।
যে ছিল তোমার খুব কাছের একজন,
আজ তোমার জীবনে,
কালবৈশাখীর ঝড় হয়ে এলাম।
এমন ঝড় যা তোমার সবকিছু
এলোমেলো করে দিল।
হ্যাঁ, আমি ক্ষমার অযোগ্য।
আমাকে দাও ধিক্কার, দাও তিরস্কার।
যদিও তুমি আজও তা করনি।
তবুও বলছি এ অপরাধ আমি করব।
আবার করব।
দেখতে পারি না তোমাকে অন্য কারুর সাথে।
ভালোবাসি তোমাকে।
অনেক অনেক।