দেবালয়ের দ্বারে নিজের জন্য চাহিয়া যায় যে মানব
সে কি ভাবিয়াছে কভু ! না কি জিজ্ঞাসিয়াছে কাহারেও?
হে প্রভু ! তুমি কেন শিলার ন্যায় পাষাণ দাঁড়ায়ে আছো !
কেন চারি দেওয়ালের মাঝে জন্ম হতে বদ্ধ রহিয়াছো !
কষ্ট পীড়িত মানব জানে আপন সুখ খুঁজিয়া আনিতে
জানে, দেবালয়ে আপন দুঃখ প্রভু চরণে সপিয়া দিতে।
জানে না; সব দুঃখকষ্ট আপন করিয়া তব মানবে সুখ দিতে,
দিনে দিনে, তিলে তিলে প্রভু কঠিন করিয়াছে আপনারে ।।
ভালোবাসা বড়ো কঠিন; যা কেহ বোঝেনি কোনও দিন।
ভালবাসিলে যত দুঃখ যত কষ্ট আপনারে সহিতে হয়,
ভালোবাস যারে, তাহারে সর্বস্ব দিতে যদি না পরো?
দেবতা হয়ে থাকিতে না পারিবে হৃদয়ে কাহারও।।
পূজিবে তোমারে, স্বপনে জাগরণে যদি আঘাত না কর কভু
মানিবে; এ জগতে তোমা ছাড়া অন্য কেহ নাই
পাষাণ হইয়া যদি দুঃখ তথা দুঃখিনীকে সহ্য করিয়া নাও
বদ্ধ রাখিয়া নিজেরে হৃদয়ের চারি দেয়ালে অন্য কোথা না যাও।