[সময় আর পরিস্থিতি পট পরিবর্তনে লেখার ইচ্ছেটাই আর নেই। হয়ত কলম আর মন সাথ দেয় না।তবুও অনেক দিন পর লিখলাম। ভুল - ত্রুটি মার্জনা করবেন ।]


অনেকটা পথ, তুমি হীন
অনেকটা সময়, সুখ বিহীন
তুমিও কি এখনও একা, আমি হীন!

ফিরবে কি তুমি এই জীবনে ?
হাসি মেখে দু' হাতে ছড়াবে সুখ
না কি রয়ে যাবে, ফিরিয়ে নিয়ে মুখ !

স্মৃতিরা আজও রাত জাগায়,
তোমার স্বপ্ন গুলো প্রতি রাতে ঘুম ভাঙ্গায় ।
এখন কি অন্য কেউ তোমার স্বপ্নের বিছানা সাজায় !

রাত জাগা পাখি'টা আজও একা
ডাকে রাতের অন্ধকারে, বিরহ বেদনার সুরে
মাঝে মাঝে তাল কাটে, ব্যর্থতার গভীরে অন্ধকারে যায় উড়ে।