রাত জাগা পাখি আজও রাত জাগে
শয়নে স্বপনে এখনও তাকেই দেখে।
শুধু পাল্টে গেছে কারণ গুলো
পাল্টে গেছে সময়ের আচরণ গুলো।
আজকাল রাত জাগে তার বিরহে
স্বপ্নে আজও সে আসে, শুধু সেই আসে;
চলে যায় একা রেখে আঁধারে।
রাত জাগা পাখি আজ একাই জাগে
একাকী বিরহের সুরে বেদনা তোলে।
জ্যোৎস্না রাতের নিঃসঙ্গ উন্মুক্ত আকাশে
স্বপ্ন ভাঙ্গা ব্যাথা নিয়ে এদিক ওদিক ডানা মেলে।
আজকাল রাত জাগা মিথ্যে আশায়
স্বপ্ন গুলোও সাগর মাঝে একাকী উদ্ভ্রান্ত নৌকা চালায়
পাল মেলে দেয় মৃত্যু আশায়।