[ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট,২০১৮ শেষ হওয়ার পরেও এক অস্থির রাজনৈতিক অবস্থা দেখা যাচ্ছে। যেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার খবর। যা সত্যি বেদনাদায়ক এবং যথেষ্ট উদ্বেগের। নিজস্ব মত প্রকাশ করার অধিকার আমাদের সংবিধান বিধিবদ্ধ। আর সে মতামত প্রকাশ করাতে যদি কারো হত্যা করা হয় তবে তা স্বাভাবিক ভাবেই সংবিধান-কে হত্যা করার সমান।
আমার লেখার মাধ্যমে এই পরিস্থিতির আমি তীব্র বিরোধিতা করছি। ]
এক স্বাধীন দেশের মাটিতে জন্মেছিলাম
জন্ম গত পেয়েছিলাম আধিকার কিছু,
কেউ বলতো এগুলো বেঁচে থাকার রসদ
কেউ বলতো গনতান্ত্রিক অধিকার
কারো মতে ছিল মৌলিক অধিকার।
শিখেছিলাম ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে
থাকা যায় এক সাথে মিলে মিশে।
জেনেছিলাম নিজের মত প্রকাশ করা যায়
কওয়া যায় কথা;
স্বাধীন ভাবে চলা যায় হাওয়ায় ভেসে ভেসে।
আঠেরো বছর হতেই দেখি, অধিকারে সব বাধা
অধিকারে সব নজর রাখে রাজনীতির ওই দাদা।
প্রতিবাদের প্রতিচ্ছবি দেখেছে যখন
আমার চোখে-মুখে
ভয়ানক সব অস্ত্র হাতে দিয়েছে আমায় রুখে।
ভয় পায় নি তবুও আমি, করেছি প্রতিবাদ
তাই তো আমায় হত্যা করেই মেটাল মনের সাধ।
হত্যা করে ঝুলিয়ে দিল শরীর'টাকে গাছে
আসলে ওরা( রাজনীতির দাদা'রা) ভয় পেয়েছিল,
মরার পরেও নিথর দেহ বিরোধ করে পাছে।