[লেখায় পুতুল শব্দ টাকে আবেগ হিসাবে ধরে নিতে হবে]
তোমার আবেগ গুলো নাকি মাটির পুতুল
আর পুতুল ভাঙার যন্ত্রণা না কি শুধু তোমার!
যে দিল পুতুল গুলো তোমায় আপন ভেবে
ভাঙা পুতুল জুড়তে বসে কাঁদে লুকিয়ে নিজে।
ভেবেছ কি ভাঙা পুতুল বুকে নিয়ে কষ্ট কত ছিল?
নতুন করে পুতুলয়ালা নতুন পুতুল তোমার হাতে দিতেই
কি খুশিতেই পুতুলগুলো জড়িয়েছিলে নতুন আশা পেয়ে?
আজকে তোমার খেলার ঘরে অনেক দামী পুতুল
দেওয়ার লোকের নেই যে অভাব, আমার পুতুল ফেলনা
ঘরের কোনে পড়েই থাকে, নীরব- নিশ্চুপ কথা তো আর বলেনা।